অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে তথ্যদাতাদের জন্য পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে শুক্রবার (৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা ও অস্ত্র লুণ্ঠনের ঘটনার প্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন ধরনের অস্ত্র ও গুলি উদ্ধারে আর্থিক পুরস্কার প্রদান করা হবে।
সরকার ঘোষিত পুরস্কারের মধ্যে রয়েছে, পিস্তল ও শটগান উদ্ধারে: ৫০,০০০ টাকা,চায়না রাইফেল উদ্ধারে: ১,০০,০০০ টাকা,এসএমজি (সাব মেশিন গান) উদ্ধারে: ১,৫০,০০০ টাকা,এলএমজি (লাইট মেশিন গান) উদ্ধারে: ৫,০০,০০০ টাকা,প্রতি রাউন্ড গুলি উদ্ধারে: ৫০০ টাকা।
আরও পড়ুন:








