বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধ না করলে সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেবে জুলাই ঐক্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:৪৪

শেয়ার

জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধ না করলে সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেবে জুলাই ঐক্য
ছবি: সংগৃহীত

জাতীয় পার্টি আওয়ামী লীগের সহযোগী ১৪ দলকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে জুলাই ঐক্য। সংগঠনটি জানিয়েছে, আগামী সেপ্টেম্বরের মধ্যে নিষেধাজ্ঞা কার্যকর না হলে সরকারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি রাজপথে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বুধবার এক বিজ্ঞপ্তিতে জুলাই ঐক্য জানায়, অন্তর্বর্তী সরকারের শপথের পরও আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো অবাধে রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে। এতে দেশের সাধারণ মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে।

জুলাই ঐক্যের অভিযোগ, জাতীয় পার্টি ঢাকা রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে অফিসে দেশীয় অস্ত্র মজুত রেখেছে এবং সম্প্রতি তাদের নেতাকর্মীরা প্রকাশ্যে মিছিল হামলায় অংশ নিচ্ছে। সংগঠনটির দাবি, আওয়ামী লীগ যেমন গণতন্ত্র ধ্বংস গণহত্যার দায় এড়াতে পারে না, তেমনি দীর্ঘদিন ধরে জাতীয় পার্টিসহ ১৪ দলও সেই দায় থেকে মুক্ত নয়।

সংগঠনটি আরও জানায়, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রজ্ঞাপনে স্পষ্ট উল্লেখ থাকলেও সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

বিবৃতিতে বলা হয়, “জাতীয় স্বার্থ গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষায় জাতীয় পার্টি আওয়ামী লীগের সহযোগী ১৪ দলকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। অন্যথায়, জুলাই স্পিরিটের সঙ্গে এটি হবে সরাসরি বিশ্বাসঘাতকতা।

আগামী সেপ্টেম্বরের মধ্যে জাতীয় পার্টি ১৪ দলকে নিষিদ্ধ না করলে জুলাই ঐক্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।



banner close
banner close