ঢাকার নয়াপল্টন এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ মো. জসিম উদ্দিন ওরফে জসিম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার রাত ৮টা ৩০ মিনিটের দিকে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি চক্র ইয়াবাসহ রাজধানীতে প্রবেশ করতে যাচ্ছে। এই তথ্যের ভিত্তিতে নয়াপল্টনের রয়েল ক্রিস্টাল নামক গাড়ির শোরুমের সামনে চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হলে জসিমের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত জসিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি।
আরও পড়ুন:








