বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

এক হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৫ ২৩:১৭

আপডেট: ৩ সেপ্টেম্বর, ২০২৫ ২৩:২০

শেয়ার

এক হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ
প্রতিকি ছবি

সাত বছর পর আবার এক হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ। কাজের সুবিধার যুক্তি দেখিয়ে ২০১৭ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ‘জননিরাপত্তা বিভাগ ও ‘সুরক্ষা সেবা বিভাগ নামে ভাগ করা হয়। কিন্তু এটি হওয়ার পর সুযোগ-সুবিধা ও দায়িত্ব নিয়ে দুই বিভাগের কর্মীদের মধ্যে মতানৈক্য তৈরি হয়। এমন অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আগের মতো একটি বিভাগে পরিণত করার উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার।

বুধবার (৩ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশিদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এটি অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।



banner close
banner close