বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

চাঁদপুরে সংবাদ সংগ্রহকালে বিএনপি পরিচয়ে বাংলা এডিশন টিমের ওপর হামলা, ক্যামেরা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:২৮

আপডেট: ৩ সেপ্টেম্বর, ২০২৫ ২০:২৬

শেয়ার

চাঁদপুরে সংবাদ সংগ্রহকালে বিএনপি পরিচয়ে বাংলা এডিশন টিমের ওপর হামলা, ক্যামেরা ছিনতাই
ছবি: বাংলা এডিশন

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির আত্মহত্যা মামলাকে হত্যা মামলায় রূপান্তর নিরপরাধদের নির্যাতনের অভিযোগে ফরিদগঞ্জ থানার ওসি শাহ আলম সাবেক পিবিআই প্রধান বনজ কুমারকে গ্রেপ্তারের দাবিতে চাঁদপুরের ফরিদগঞ্জ থানার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বুধবার ( সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত মানববন্ধনে ভুক্তভোগী পরিবার স্থানীয়রা অংশ নেন। তাদের অভিযোগ, মামলার নামে ১৬ জন নিরপরাধ ব্যক্তিকে রিমান্ডে নিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে এবং টাকা স্বীকারোক্তি আদায় করা হয়েছে। তারা দৃষ্টান্তমূলক শাস্তি অর্থ ফেরতের দাবি জানান।

মানববন্ধনের সংসবাদ সংগ্রহ করছিলেন বাংলা এডিশনের সিনিয়র রিপোর্টার রাকিব জুয়েল ও ক্যমেরাম্যান মিলন। ঘটনাস্থলের পাশেই উপজেলা পরিষদে এসময় বিএনপির সমাবেশ চলছিলো। সেই সমাবেশ থেকে মটরসাইকেল যোগে এসে মানববন্ধনে ব্যানার ছিনিয়ে নেয় ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুল মতিন ও হরিদ্বার দক্ষিণ ইউনিয়নের বিএনপির সাবেক সেক্রেটারী মো.শাহাজহান। এবং তাদের নেতৃত্বে নিজেদের বিএনপি পরিচয় দেয়া কয়েকজন দুর্বৃত্ত বাংলা এডিশন টিমের উপর হামলা চালায় এবং ক্যামেরা ছিনিয়ে নেয়। একই সঙ্গে মানববন্ধনে অংশ নেয়া ভুক্তভোগী পরিবারগুলোকেও মারধর করে হামলাকারীরা। এসময় দুর্বৃত্তদের হামলায় দশ থেকে বারোজন আহত হন।



banner close
banner close