ছবি: সংগৃহীত
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসেন বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে মামলা ও পরোয়ানাভুক্ত আসামি ৮৯১ জন। এছাড়া বিভিন্ন ঘটনায় আরও ৫৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযান চলাকালে একটি বিদেশি পিস্তল, তিনটি পুরোনো রিভলবার, চারটি ম্যাগজিন ও ৩০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
আরও পড়ুন:








