দেশে দুধ ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন, মান নির্ধারণ ও নিয়ন্ত্রণে বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। গত সোমবার (১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে এ বোর্ড ও ‘বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২৩’।
প্রাণিসম্পদ অধিদপ্তরের সূত্রে জানা গেছে, চলতি মাসের মাঝামাঝি সময়েই বোর্ডের পরিচালনা পর্ষদ গঠন হবে। আপাতত রাজধানীর খামারবাড়ির প্রাণিসম্পদ অধিদপ্তরে কার্যক্রম শুরু হলেও পরে বোর্ডের নিজস্ব ভবন হবে।
বোর্ডের দায়িত্ব হবে দুধ ও দুগ্ধজাত পণ্যের শ্রেণিভিত্তিক মান নির্ধারণ, পরীক্ষা ও তদারকি, বাণিজ্যিক খামার ও প্রক্রিয়াজাতকরণ শিল্পে পরিকল্পনা ও প্রশিক্ষণ প্রদান, নতুন বিনিয়োগে লাইসেন্স প্রদান এবং প্রান্তিক খামারিদের কারিগরি ও আর্থিক সহায়তা নিশ্চিত করা।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হারুন অর রশীদ বলেন, “দুগ্ধশিল্প সংশ্লিষ্টদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। এ উদ্যোগ খাতকে নতুন গতি দেবে।” একই মত ব্যক্ত করেছেন প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক কামরুজ্জামান কামালও।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান জানান, সেপ্টেম্বরের মধ্যেই বোর্ড গঠন করা হবে। তিনি বলেন, “এখন আলাদা বোর্ড হওয়ায় প্রান্তিক খামারি থেকে শুরু করে পুরো ডেইরি খাতকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়া সম্ভব হবে।”
পরিসংখ্যান অনুযায়ী, দেশে বছরে দুধের চাহিদা এক কোটি ৫৮ লাখ টন হলেও উৎপাদন হয় এক কোটি ৫০ লাখ টন। উৎপাদন বেড়েছে দেড়গুণ, কিন্তু ন্যায্যমূল্য না পাওয়ায় খামারিরা সংকটে আছেন। বিশেষজ্ঞরা বলছেন, বোর্ড গঠন হলে উৎপাদন বৃদ্ধি, বাজার নিয়ন্ত্রণ ও মানোন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।
আরও পড়ুন:








