মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

রাজধানীর মৌচাকে মসজিদে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৫ ২০:৫০

শেয়ার

রাজধানীর মৌচাকে মসজিদে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর মৌচাকে একটি মসজিদে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১২ মিনিটে মসজিদে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি জানান, দুইটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল। কিন্তু যানজটে আটকে যায় আমাদের গাড়ি। তবে আগুন বেশি বড় ছিল না। সাধারণ মানুষজন আগুন নিভিয়ে ফেলেছে। আমাদের কাজ করতে হয়নি।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া কেউ হতাহত হয়েছে এমন সংবাদও আমাদের কাছে আসেনি।



banner close
banner close