বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

ডাকসু নির্বাচন স্থগিতাদেশের মেয়াদ বাড়ালেন চেম্বার আদালত, বুধবার শুনানি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:৫২

শেয়ার

ডাকসু নির্বাচন স্থগিতাদেশের মেয়াদ বাড়ালেন চেম্বার আদালত, বুধবার শুনানি
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

আজ মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। এ-সংক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনটি আগামীকাল বুধবার নিয়মিত বেঞ্চে শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী মোহাম্মদ শিশির মনির সাংবাদিকদের বলেন, ‘আগামীকাল আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে বিষয়টি শুনানির জন্য ১ নম্বর আইটেম হিসেবে থাকবে। ততক্ষণ পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত থাকবে।’

গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট ডাকসু নির্বাচনের প্রক্রিয়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কার্যক্রম আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিলেন। ফলে আগামী নয় সেপ্টেম্বর অনুষ্ঠেয় ডাকসু নির্বাচন অনিশ্চয়তায় পড়ে যায়।

রিটে বলা হয়, ছাত্রশিবির-সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এস এম ফরহাদ। নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ নিয়ে ফরহাদের প্রার্থিতার বৈধতা বিষয়ে গত ২৮ আগস্ট রিট করেন ডাকসু নির্বাচনের এক প্রার্থী।

হাইকোর্ট আদেশে রুল জারি করে জানতে চান, ডাকসুর গঠনতন্ত্র লঙ্ঘন করে ফরহাদের প্রার্থিতা বৈধ ঘোষণা কেন কর্তৃত্ববহির্ভূত হবে না। পাশাপাশি ফরহাদের নিষিদ্ধঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করতে রিট আবেদনকারীকে নির্দেশ দেন। আগামী ২১ অক্টোবর এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

ডাকসু নির্বাচনে ইতিমধ্যে ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির ও গণতান্ত্রিক ছাত্রসংসদ পৃথক প্যানেল দিয়েছে। বামপন্থী ছাত্রসংগঠনগুলো দুটি প্যানেল ঘোষণা করেছে। পূর্ণ ও আংশিক মিলিয়ে মোট প্যানেল দাঁড়িয়েছে প্রায় ১০টিতে।

এবার ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ প্রার্থী, যার মধ্যে নারী প্রার্থী ৬২ জন। কেবল সদস্য পদেই প্রতিদ্বন্দ্বিতা করছেন ২১৭ জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে মোট ১ হাজার ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে নিশ্চিত করেছে নির্বাচন কমিশন।



banner close
banner close