পিলখানা হত্যাকাণ্ড নিয়ে প্রমাণ্যচিত্র প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার (১ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত হয় এ প্রামাণ্যচিত্র।
‘৩৬ আওয়ার্স অব বিট্রেয়াল’ শিরোনামে নির্মিত এই প্রমাণ্যচিত্রে ২০০৯ সালের ফেব্রুয়ারির পিলখানা হত্যাযজ্ঞের ঘটনা তুলে ধরা হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, “ফ্যাসিবাদী আমলের দুঃশাসন ও জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত হচ্ছে একাধিক প্রামাণ্যচিত্র। এর অংশ হিসেবেই আজ মুক্তি পেল পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নির্মিত ‘৩৬ আওয়ার্স অব বিট্রেয়াল’। ”
বিবৃতিতে আরও বলা হয়, “২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড ছিল জাতির ইতিহাসের এক সন্ধিক্ষণ, যেখান থেকে উত্থান ঘটেছিল ফ্যাসিবাদের, আর শুরু হয়েছিল ১৬ বছরের পরাধীনতা।”
আরও পড়ুন:








