মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

পিলখানা হত্যাকাণ্ড নিয়ে প্রমাণ্যচিত্র প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৫ ১২:৪৪

শেয়ার

পিলখানা হত্যাকাণ্ড নিয়ে প্রমাণ্যচিত্র প্রকাশ
বিডিআর হত্যাকাণ্ডে নিহতদের কফিন। ছবি : সংগৃহীত

পিলখানা হত্যাকাণ্ড নিয়ে প্রমাণ্যচিত্র প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার ( সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত হয় প্রামাণ্যচিত্র।

৩৬ আওয়ার্স অব বিট্রেয়ালশিরোনামে নির্মিত এই প্রমাণ্যচিত্রে ২০০৯ সালের ফেব্রুয়ারির পিলখানা হত্যাযজ্ঞের ঘটনা তুলে ধরা হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, “ফ্যাসিবাদী আমলের দুঃশাসন জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত হচ্ছে একাধিক প্রামাণ্যচিত্র। এর অংশ হিসেবেই আজ মুক্তি পেল পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নির্মিত৩৬ আওয়ার্স অব বিট্রেয়াল

বিবৃতিতে আরও বলা হয়, “২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড ছিল জাতির ইতিহাসের এক সন্ধিক্ষণ, যেখান থেকে উত্থান ঘটেছিল ফ্যাসিবাদের, আর শুরু হয়েছিল ১৬ বছরের পরাধীনতা।



banner close
banner close