রাজধানীর আদাবর এলাকায় কিশোর গ্যাং চক্রের সদস্যদের হামলায় আল আমিন নামে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে জখম করা হয়। আহত অবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সুনিবিড় হাউজিং এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় একটি গ্যারেজে অভিযান চালাতে গেলে আদাবর এলাকার কিশোর গ্যাংয়ের সদস্য জনি ও রনি পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় তারা দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে।
এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, ৯৯৯-এ দুই পক্ষের মধ্যে গণ্ডগোলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযানে থাকা পুলিশ সদস্য আল আমিন গাড়ির কাছে অবস্থান করছিলেন। এ সময় এক পক্ষের লোকজন অতর্কিতে এসে তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে তার হাতে মারাত্মক জখম হয়।
তিনি আরও জানান, আহত পুলিশ সদস্যকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে এবং হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম শুরু হয়েছে।
এদিকে স্থানীয়রা জানান, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য সম্প্রতি এলাকায় বেড়ে গেছে। জনি ও রনি দীর্ঘদিন ধরে এলাকায় ভয়ভীতি ও দাপট দেখিয়ে চলছিল। এদের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ রয়েছে।
আরও পড়ুন:








