ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি থানা পুলিশ ধানমন্ডি থানাধীন ব্রিক ওয়াক্স ডেভেলপমেন্ট লিমিটেড কোম্পানির অফিসে সংঘটিত দস্যুতার ঘটনায় আলামতসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো মো. ইয়াছিন আরাফাত, মো. রাজীব হাওলাদার এবং মো. রায়হান।
ধানমন্ডি থানা সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট ২০২৫ সকাল ১০টা ৪৫-এর দিকে চারজন দুর্বৃত্ত ব্রিক ওয়াক্স ডেভেলপমেন্ট লিমিটেডের অফিসে প্রবেশ করে। তারা ধারালো চাপাতি ব্যবহার করে অফিসের ম্যানেজারকে জিম্মি করে বেঁধে ফেলে এবং তার কাছ থেকে মানিব্যাগ, মোবাইল ফোন ও একটি বাইসাইকেল ছিনিয়ে নেয়। এরপর তারা অফিসের ম্যানেজারকে সারাদিন চেয়ারের সাথে বাঁধা অবস্থায় মারধর করে এবং আরও টাকার জন্য হুমকি দিতে থাকে।
পরের দিন, কোম্পানির চেয়ারম্যান মাসুদকে ঘটনাস্থলে পাঠানো হলে দুর্বৃত্তরা তাকেও চাপাতি দিয়ে আঘাত করে আহত করে। তারা চেয়ারম্যানের কাছে ৫০ লাখ টাকা দাবি করে। চেয়ারম্যান ৫০ হাজার টাকা দেয়ার প্রস্তাব দিলে আসামিরা সেই টাকা নিয়ে ভুক্তভোগীদের ছেড়ে দেয়। এ ঘটনায় ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে ধানমন্ডি থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।
মামলা রুজুর পর গত ২৯ আগস্ট ধানমন্ডি মডেল থানার একটি চৌকস টিম সিসিটিভি ফুটেজ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জিগাতলা এলাকায় অভিযান পরিচালনা করে। এই অভিযানে মামলার সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত বাইসাইকেল, ২৪ হাজার টাকা, চাপাতি বহনে ব্যবহৃত একটি কালো ব্যাগ এবং ঘটনার দিন আসামিদের পরিহিত দুটি শার্ট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন:








