সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

রাজধানীতে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৫ ০৫:৪৩

শেয়ার

রাজধানীতে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা
রাজধানীতে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার রেদওয়ানুল হক দৈনিক কালবেলার সাংবাদিক জেড ভূঁইয়া আনাস।

ভুক্তভোগী রেদওয়ানুল হক জানান, তিনি তার সহকর্মী আনাস ভবনের নিচে দাঁড়িয়ে কথা বলছিলেন। সময় আলী নামে এক ব্যক্তি তাদের সেখান থেকে চলে যেতে বলেন। তারা তাতে রাজি না হলে ওই ব্যক্তি প্রথমে উত্তপ্ত ভাষায় কথা বলেন এবং কিছুক্ষণ পর -১০ জনের একটি দল নিয়ে এসে লাঠিসোঁটা দিয়ে তাদের ওপর হামলা চালায়।

হামলায় রেদওয়ানুল হক মাথা, হাত পিঠে গুরুতর আঘাত পান। ঘটনায় তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

ঘটনার পর মতিঝিল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজনে অতিরিক্ত ফোর্সও পাঠানো হবে।

ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন। এক বিবৃতিতে তিনি বলেন, “সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকিস্বরূপ। ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।



banner close
banner close