বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

নুরকে নয়, অন্য কাউকে পেটাচ্ছিলেন লাল টি-শার্ট পরা ব্যক্তি: রিউমর স্ক্যানার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৫ ১৪:৪২

শেয়ার

নুরকে নয়, অন্য কাউকে পেটাচ্ছিলেন লাল টি-শার্ট পরা ব্যক্তি: রিউমর স্ক্যানার
ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর বর্তমানে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। শুক্রবার রাতে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর মধ্যে একটি ভিডিওতে দেখা যায়, লাল রঙের শার্ট পরা এক ব্যক্তি সিঁড়িতে বসা একজনকে নির্দয়ভাবে মারধর করছেন। ভিডিওটি শেয়ার করে অনেকে দাবি করেন, মারধরের শিকার ব্যক্তি নুরুল হক নুর।

তবে তথ্য যাচাইকারী সংস্থা রিউমর স্ক্যানার তাদের শনিবার (৩০ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনে জানায়, ভিডিওতে যাকে মারধর করা হয়েছে, তিনি নুরুল হক নুর নন।

রিউমর স্ক্যানারের ব্যাখ্যায় বলা হয়, নুরুল হক নুরের ওপর সেনাবাহিনী পুলিশের ব্যাপক লাঠিচার্জ হয় এবং তাতে তিনি সড়কে লুটিয়ে পড়েন। পরবর্তীতে নেতাকর্মীরা তাকে রিকশায় করে হাসপাতালে নিয়ে যান। পুরো ঘটনাপ্রবাহের কোনো সময়েই তিনি সিঁড়িতে বসেননি।

সংস্থাটি আরও জানায়, বিস্তারিত ভিডিও বিশ্লেষণে দেখা যায়, সিঁড়িতে মারধরের শিকার ব্যক্তি আসলে গণঅধিকার পরিষদের নেতা আখতারুজ্জামান সম্রাট। অপরদিকে, লাল শার্ট পরিহিত হামলাকারী সম্পর্কে বলা হয়, তিনি নিজেকে পুলিশ সদস্য দাবি করেছেন এবং অন্য একটি ভিডিওতে তাকে পুলিশের সঙ্গে চলাফেরা এমনকি পুলিশের হেলমেট পরিহিত অবস্থায়ও দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। তবে বিষয়টি অধিকতর যাচাই করে পরবর্তীতে নিশ্চিত করা হবে।



banner close
banner close