বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

জাতীয় পার্টির কার্যালয় ঘিরে পুলিশ মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৫ ১৩:১৯

শেয়ার

জাতীয় পার্টির কার্যালয় ঘিরে পুলিশ মোতায়েন
ছবি: বাংলা এডিশন

গণঅধিকার পরিষদের সঙ্গে সংঘর্ষের পর রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয় ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। শনিবার (৩০ আগস্ট) দেখা গেছে, কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। অপরিচিত কাউকে দেখলেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বলেন, “আবারও সংঘর্ষ এড়াতে শুক্রবার সন্ধ্যা থেকেই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে পুলিশ।

এর আগে শুক্রবার সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টি গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। রাত সাড়ে ৮টার দিকে আবারও মুখোমুখি হলে পুলিশ লাঠিচার্জ করে। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

গুরুতর আহত নুরকে প্রথমে কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে রয়েছেন। তার চিকিৎসার জন্য ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

এদিকে হামলার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে দায়ী করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি জানান, নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে অভিযুক্তদের বিচারের দাবিতে শনিবার বিকেল ৩টায় রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে দলটি। এতে অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও বক্তব্য রাখবেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সারাদেশেও একই কর্মসূচি পালন করা হবে।



banner close
banner close