দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরখাস্ত হওয়া সাবেক উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরি ফেরত দেয়ার রায় স্থগিত চেয়ে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চলতি সপ্তাহে এই আবেদনটি আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানি হতে পারে বলে জানা গেছে।
শরীফ উদ্দিনের আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, হাইকোর্ট শরীফ উদ্দিনকে চাকরি ফেরত দিতে নির্দেশনা দেন।
২০২৩ সালের নয় জুলাই হাইকোর্টের রায়ের মাধ্যমে শরীফ উদ্দিনকে চাকরি ফেরতের জন্য নির্দেশ দেওয়া হয়। আদালত বলেছেন, হাইকোর্টের রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে তাকে সব সুবিধা দিয়ে পুনরায় চাকরিতে বহাল করতে হবে।
এই রায় দেয়ার পর, হাইকোর্টের বেঞ্চে বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিত দেবনাথের নেতৃত্বে একটি রুল নিষ্পত্তি করা হয়। শরীফ উদ্দিনের পক্ষে শুনানি করেছিলেন ব্যারিস্টার সালাউদ্দিন দোলন।
২০২২ সালের ১৩ মার্চ শরীফ উদ্দিন চাকরি ফেরত পেতে হাইকোর্টে রিট করেন। শরীফ উদ্দিনের পক্ষে রিটটি দায়ের করেছিলেন ব্যারিস্টার মিয়া মোহাম্মদ ইশতিয়াক। ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি তাকে চাকরি থেকে অপসারণ করা হয়। দুদকের চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহর সই করা এক প্রজ্ঞাপনে শরীফ উদ্দিনের অপসারণের বিষয়টি প্রকাশিত হয়।
আরও পড়ুন:








