নির্বাচন কমিশনের বটম লাইন হলো পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
তিনি বলেন, ‘শিক্ষা বা প্রশিক্ষণ কখনো নৈতিকতার বিকল্প হতে পারে না।’
শুক্রবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে।
সিইসি বলেন, ‘স্বাস্থ্য, শিক্ষা ও প্রশিক্ষণে ব্যয় আসলে একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ। যখন আমরা স্বাস্থ্য বা শিক্ষায় অর্থ ব্যয় করি, তখন তা আসলে দেশের ভবিষ্যতের জন্য বিনিয়োগ। প্রশিক্ষণেও একই দৃষ্টিভঙ্গি থাকা দরকার।’
যোগাযোগ বিচ্ছিন্নতার নেতিবাচক প্রভাব ব্যাখ্যা করতে গিয়ে তিনি যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণকালীন একটি অভিজ্ঞতা তুলে ধরেন, যেখানে একটি ছোট বার্তা ভুলভাবে পৌঁছায়। সিইসির মতে, নির্বাচনেও এ ধরনের বার্তা বিকৃতির ঝুঁকি থাকে। এজন্য প্রশিক্ষণার্থীদের মনোযোগ দিয়ে শোনা ও সঠিকভাবে নোট নেয়ার পরামর্শ দেন তিনি।
সিইসি জানান, ‘নির্বাচনের প্রচলিত চ্যালেঞ্জগুলোর পাশাপাশি এখন ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এ চ্যালেঞ্জ মোকাবেলায় নির্বাচন কমিশন একটি বিশেষ সেল গঠনের পরিকল্পনা করেছে।’
তিনি প্রশিক্ষকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের শুধু আইন শেখানো নয়, বরং ভুয়া তথ্য প্রতিরোধে সচেতনতা তৈরির দায়িত্বও নিতে হবে।’
আরও পড়ুন:








