বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

নিয়ম মেনেই বাংলাদেশে ‘পুশ ইন: বিএসএফ মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৫ ১৪:৫৭

শেয়ার

নিয়ম মেনেই বাংলাদেশে ‘পুশ ইন: বিএসএফ মহাপরিচালক
ছবি: সংগৃহীত

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মহাপরিচালক শ্রী দালজিৎ সিং চৌধুরী বলেছেন, অবৈধভাবে নয়, বরং যথাযথ নিয়ম মেনেই বাংলাদেশেপুশ ইনকার্যক্রম চালানো হচ্ছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরে অনুষ্ঠিত চার দিনব্যাপী মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনের শেষ দিনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান।

বিএসএফ মহাপরিচালক বলেন, “আমরা কেবল অবৈধ অনুপ্রবেশকারীদেরই নিয়ম মেনে পুশ ইন করছি। ইতোমধ্যে ৫৫০ জনকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। সংক্রান্ত আরও হাজার ৪০০ কেস যাচাই প্রক্রিয়াধীন রয়েছে। বাংলাদেশ হাইকমিশনও কাজে সহযোগিতা করছে।

বাংলাদেশি নাগরিক ছাড়াও কিছু ক্ষেত্রে ভারতীয় নাগরিক রোহিঙ্গাদের ফেরত পাঠানো হচ্ছেএমন অভিযোগের বিষয়ে দালজিৎ সিং জানান, সবকিছুই আইনসম্মত প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে।কেউ যদি সত্যিই ভারতীয় নাগরিক হন এবং যথাযথভাবে তা অবহিত করা হয়, তাহলে ভারত অবশ্যই তাকে গ্রহণ করবে। ধর্মীয় বা ভাষাগত কারণে কাউকে বাংলাদেশে পাঠানো হচ্ছে না।

সীমান্ত হত্যা বন্ধে প্রতিশ্রুতি

সীমান্তে হত্যাকাণ্ড বন্ধের বিষয়ে জানতে চাইলে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, “এবারের সম্মেলনে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার বন্ধের পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় রাতে টহল জোরদার করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।

অন্যদিকে বিএসএফ মহাপরিচালক জানান, চলতি বছরের প্রথম ছয় মাসে অনুপ্রবেশকারীদের ধারাল অস্ত্রের হামলায় বিএসএফের অন্তত ৩৫ সদস্য গুরুতর আহত হয়েছেন। তার দাবি, সীমান্ত এলাকায় বিএসএফ সদস্যরা প্রথমে সতর্ক করে, পরে বাধা দেয় এবং একেবারে শেষ পদক্ষেপ হিসেবে গুলি চালানো হয়।

সম্মেলন প্রসঙ্গ

গত মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে শুরু হয় বিজিবিবিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলন। আজ বৃহস্পতিবার এর সমাপ্তি হয়। সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে ২১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল অংশ নেয়।



banner close
banner close