সারাদেশে পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১,৬৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন ১,০৪১ জন এবং অন্যান্য ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আরও ৬২১ জনকে।
বুধবার (২৭ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি - মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন।
তিনি জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানায়, অপরাধ দমনে সারাদেশে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। বিশেষ করে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী এখন আরও তৎপর।
আরও পড়ুন:








