সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ অনাকাঙ্ক্ষিত: উপদেষ্টা ফাওজুল কবির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৫ ২২:২৫

আপডেট: ২৭ আগস্ট, ২০২৫ ২২:২৫

শেয়ার

প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ অনাকাঙ্ক্ষিত: উপদেষ্টা ফাওজুল কবির
উপদেষ্টা ফাওজুল কবির। ছবি: সংগৃহীত

প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা অনাকাঙ্ক্ষিত ছিল উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি বলেন, এ ঘটনায় দুঃখ প্রকাশ করবে পুলিশ।

বুধবার সন্ধ্যায় প্রকৌশল শিক্ষার্থীদের সাথে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের দাবি চাকরি বা নিয়োগ প্রক্রিয়া নিয়ে। এর সাথে আরও সেসকল অংশীজনরা রয়েছে তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। আগামীকাল আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি ছাড়াও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বৈঠকে উপস্থিত ছিলেন।

এদিকে, প্রায় ঘন্টাব্যাপী বৈঠকে সিদ্ধান্ত না আসায় হতাশা প্রকাশ করেন প্রকৌশল শিক্ষার্থীরা। নিজেদের পক্ষে ফলাফল আসার আগ পর্যন্ত সড়ক ছাড়বে না বলে জানিয়েছেন শাহবাগ মোড়ে অবস্থানরত শিক্ষার্থীরা।



banner close
banner close