সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

শুক্রবার মার্চ ফর গাজা কর্মসূচি সফল করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৫ ২২:০৩

আপডেট: ২৭ আগস্ট, ২০২৫ ২২:০৪

শেয়ার

শুক্রবার মার্চ ফর গাজা কর্মসূচি সফল করার আহ্বান
প্রতীকী ছবি

সম্প্রতি ইসরাইলের গাজা দখলের ঘোষণা, গণহত্যা, জাতিগত নিধন এবং ভয়াবহ ধ্বংসযজ্ঞের প্রতিবাদে এবং গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে শুক্রবার 'মার্চ ফর গাজা' কর্মসূচি অনুষ্ঠিত হবে ।

বুধবার হাফেজ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়,বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে এই কর্মসূচির আহ্বান করেছেন আওলাদে রাসূল আল্লামা সাইয়েদ আনোয়ার হোসাইন তাহের জাবের আল মাদানী। এতে দেশের শীর্ষ ওলামায়ে কেরাম ও ইসলামিক স্কলারদের নেতৃত্ব দেবেন। আয়োজকদের পক্ষ থেকে ঢাকাবাসীর প্রতি শান্তিপূর্ণভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।



banner close
banner close