রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

বুয়েট শিক্ষার্থীদের দাবিগুলো প্রস্তাব আকারে পেশ করার পরামর্শ জনপ্রশাসন সচিবের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৫ ১৪:১৩

আপডেট: ২৭ আগস্ট, ২০২৫ ১৪:১৪

শেয়ার

বুয়েট শিক্ষার্থীদের দাবিগুলো প্রস্তাব আকারে পেশ করার পরামর্শ জনপ্রশাসন সচিবের
ছবি: সংগৃহীত

আন্দোলন না করে বুয়েট শিক্ষার্থীদের দাবিগুলো সরকারের কাছে প্রস্তাব আকারে পেশের পরামর্শ দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান।

তিনি বলেছেন, ‘বিভিন্ন দাবিতে বুয়েট শিক্ষার্থীরা যে আন্দোলন করছে, সেটি পরিহার করে তাদের দাবিগুলো প্রস্তাব আকারে সরকারের সংশ্লিষ্ট দফতরে পেশ করতে হবে। এ বিষয়ে প্রস্তাব আসলে জনপ্রশাসন, সরকারি কর্ম কমিশন ও আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের নিয়ে সহজেই সমাধান সম্ভব হবে।’

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এদিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা তিন দফা দাবিতে রাজধানীতে বুধবার ‘লংমার্চ টু ঢাকা’কর্মসূচি শুরু করেছেন। বেলা ১১টার দিকে শাহবাগের মূল সড়কে অবস্থান নেন তারা। এতে বন্ধ হয়ে যায় শাহবাগ ও আশপাশের সড়ক।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ (রুয়েট) বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৌশলের শিক্ষার্থীরা লংমার্চ করে যোগ দিয়েছেন। পরবর্তীতে তারা সেখান থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাবেন।

মঙ্গলবার রাতে প্রকৌশলী অধিকার আন্দোলনের সভাপতি ওয়ালী উল্লাহ এক ঘোষণায় এ কর্মসূচির বিস্তারিত জানান।

এ কর্মসূচিতে দেশের সব প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে বলে জানান তিনি।

ওয়ালী উল্লাহ বলেন, ‘আমাদের আন্দোলন কারও বিরুদ্ধে নয়। দীর্ঘদিন ধরে প্রকৌশল খাতে যে বৈষম্য ও অনিয়ম চলে আসছে, তা দূর করে সংস্কার আনার উদ্দেশ্যেই এ আন্দোলন।’

শিক্ষার্থীদের দাবিগুলো হলো:

১. ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেয়া যাবে না।

২. টেকনিক্যাল ১০ম গ্রেড বা উপসহকারী প্রকৌশলী বা সমমান পদের নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী উভয়ের জন্য উন্মুক্ত করতে হবে।

৩. ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ব্যতীত প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নিতে হবে। নন-অ্যাক্রিডেট বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আইইবি-বিএইটিই অ্যাক্রিডেশনের আওতায় আনতে হবে।

এর আগে মঙ্গলবার বিকেল তিনটার দিকে শাহবাগ মোড়ে জড়ো হন বুয়েট শিক্ষার্থীরা। পরে বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী তাদের সঙ্গে যোগ দেন। এ সময় আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় সাড়ে ৪ ঘণ্টা অবস্থানের পর তারা রাত ৮টায় শাহবাগ ছাড়েন।



banner close
banner close