রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

রাজধানীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিনজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৫ ১৩:১৪

শেয়ার

রাজধানীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিনজন গ্রেপ্তার
কোলাজ: বাংলা এডিশন

রাজধানীর মোহাম্মদপুর রায়ের বাজার এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিনজন ছিনতাইকারীকে দেশীয় অস্ত্র সামুরাইসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-২। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত ছয়টি সামুরাই ও একটি ডেগার উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, মো. মিরাজ হোসেন, মো. সেলিম হোসেন ও মো. শায়োন মিয়া। তারা সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে র‍্যাব।

বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে কয়েকজন ছিনতাইকারী রায়ের বাজার এলাকায় অবস্থান করছে। এরপর র‍্যাব-২ এর একটি আভিযানিক দল সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে রাজধানীর মোহাম্মদপুর, আদাবরসহ বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি, চুরি ও চাঁদাবাজির সঙ্গে জড়িত।

র‍্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

ভবিষ্যতেও রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র‍্যাব।



banner close
banner close