রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

গণঅভ্যুত্থানের নেতৃত্বকে কালো শক্তি বলিনি: ফজলুর রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৫ ১১:৫৭

আপডেট: ২৭ আগস্ট, ২০২৫ ১৪:২৬

শেয়ার

গণঅভ্যুত্থানের নেতৃত্বকে কালো শক্তি বলিনি: ফজলুর রহমান
ছবি: সংগৃহীত

সভা-সমাবেশ কিংবা ‘টক শো’তে একের পর এক বিতর্কিত বক্তব্য দিয়ে আসেছিলেন রাজনীতিবিদ ও আইনজীবি ফজলুর রহমান। এক সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, বর্তমানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার এই উপদেষ্টা সব শেষ জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শক্তিকে ‘কালো শক্তি’ হিসেবে মন্তব্য করে তুলেছেন সমালোচনার ঝড়।

ছাত্রজনতার আবেগ-অনুভূতির প্রতিফলন ২৪-এর আন্দোলন নিয়ে গেলো এক বছর নানা প্রকার বিরুপ মন্তব্য করে আসছিলেন বিএনপির এই নেতা। শুধু তাই নয়. অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র নেতাদের বিরুদ্ধে শুরু থেকেই করে আসছেন তীর্যক সব মন্তব্য। টেলিভিশন চ্যানেলে বসে কেবল কটুক্তিই নয় রীতিমতো আপত্তিকর শব্দ প্রয়োগ করে তুচ্ছ-তাচ্ছিল্য করে থাকেন তরুন নেতাদের।

সম্প্রতি এক গণমাধ্যমে টক শো’র আলোচনায় জুলাই অভ্যুত্থানের শক্তিকে জামায়তের নেতৃত্বে কালো শক্তি উল্লেখ করে ফজলুর রহমান ছাত্রনেতাদের অভিনেতা হিসেবে মন্তব্য করেছেন। গত প্রায় এক বছর তার বক্তব্য নিয়ে নানা সমালোচনা থাকলেও সবশেষ ফজলুর এমন মন্তব্য মেনে নিতে পারেননি জুলাই যোদ্ধারা।

এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে গত ২৪ আগস্ট গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শাহবাগে ফজলুর রহমানের কুশপুত্তলিকা পোড়ানোসহ প্রতিকী গণজুতা নিক্ষেপ কর্মসূচি পালন করে। তার পর থেকে ফজলুর রহমানের শাস্তির দাবিতে তার বাসার সামনে অবস্থান করছেন ছাত্র-জনতা। ছাত্র নেতারা বলছেন, পরিকল্পিতভাবে ফজলুর রহমান ৭১ ও ২৪ কে মুখোমুখি করে বিতর্কের সৃষ্টি করছে।

এদিকে, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করে দলীয় আদর্শ পরিপন্থী কর্মকান্ড করছেন উল্লেখ করে বিএনপি কারন দর্শানোর নোটিশ প্রদান করেছে ফজলুর রহমানকে আর ছাত্রনেতারা বলছেন, কেবল কারন দর্শানো নয় সাংগঠণিক সকল পদ থেকে অবিলম্বে বহিষ্কার করতে হবে তাকে।

২৫ আগস্ট এক সংবাদ সম্মেলনে নিজের করা মন্তব্যকে সরাসরি অস্বীকার করেন ফজলু। তিনি বলেন, গণঅভ্যুত্থানের শক্তিকে ‘কালো শক্তি’ বলেননি তিনি। সেইসাথে, কোনো ভুল বা আপত্তিকর বক্তব্য দিয়ে থাকলে আইনী ব্যবস্থা নেয়ার আহবানও জানান গণমাধ্যমে ।

পেশায় আইনজীবি ফজলুর রহমান ৭১–এ ছিলেন কিশোরগঞ্জ মুজিব বাহিনীর প্রধান। পরে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ও সভাপতির দায়িত্বও পালন করেন। তৎকালীন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ফজলু ১৯৮৬ সালে নির্বাচিত হন সংসদ সদস্য। তারপর থেকে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থি ও ৯৬-এ স্বতন্ত্র প্রার্থী হিসেবে পরাজিত হন।

২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের আগে যোগ দেন কৃষক শ্রমিক জনতা লীগে। সে দলের হয়ে কিশোরগঞ্জ-৫ আসনে নির্বাচনে অংশ নিয়েও হারেন ভোটে। পরে চারদলীয় জোটের শেষ দিকে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি হিসেবে যোগ দিয়ে হন বেগম খালেদা জিয়ার এই নির্বাচনে অংশ নিয়ে দুইবারই হন পরাজিত। এনিয়ে মোট ছয়বার প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের হয়ে ৮৬-তে সেই একবারই সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বিএনপি নেতা ফজলুর রহমান ।

ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=i1132734la0&t=41s



banner close
banner close