রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

সাবেক মেয়র তাপসের ঘনিষ্ঠ সহযোগী টুটু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৫ ১৫:০৫

শেয়ার

সাবেক মেয়র তাপসের ঘনিষ্ঠ সহযোগী টুটু গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক মেয়র ফজলে নূর তাপসের ঘনিষ্ঠ সহযোগী মোস্তাফিজুর রহমান টুটুকে গ্রেপ্তার করেছে সিআইডি।

২৫ আগস্ট দিবাগত রাত ১টা ৫০ মিনিটে রাজধানীর বাড্ডা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলাটি ধানমন্ডি থানায় রুজু হয়, যার তদন্ত করছে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ।

তদন্তে উঠে এসেছে, টুটু ঘটনাস্থলে উপস্থিত থেকে ছাত্র জনতার উপর হামলায় নেতৃত্ব দেন এবং ভিকটিম আব্দুল্লা সিদ্দিকের হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন। তাকে আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

ইতিপূর্বে একই মামলায় তাপসের আরও দুই ঘনিষ্ঠ সহযোগী এস এম কামাল হায়দার ও মো. খোরশেদ আলমকেও গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত ও অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।



banner close
banner close