রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

মানিকগঞ্জ-মুন্সিগঞ্জে চার আসন পুনর্বহালের দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৫ ১৫:০১

শেয়ার

মানিকগঞ্জ-মুন্সিগঞ্জে চার আসন পুনর্বহালের দাবি
ফাইল ছবি

মানিকগঞ্জ মুন্সিগঞ্জ জেলার সংসদীয় আসনের সংখ্যা পুনর্বহালের দাবি জানিয়েছেন স্থানীয় প্রতিনিধিরা। মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে অনুষ্ঠিত সংসদীয় আসনের শুনানিতে তারা দাবি উত্থাপন করেন।

মানিকগঞ্জের প্রতিনিধি ব্যারিস্টার খাইরুল আলম চৌধুরী বলেন, ২০০১ সাল পর্যন্ত জেলাটিতে চারটি আসন ছিল। কিন্তু ২০০৮ সালের নির্বাচনে একটি কমিয়ে তা তিনটিতে নামিয়ে আনা হয়। এতে জেলার মানুষের সংসদে প্রতিনিধিত্ব কমেছে এবং উন্নয়ন বরাদ্দও হ্রাস পেয়েছে। তিনি বলেন, “মানিকগঞ্জে চার আসনের যৌক্তিকতা আমরা তুলে ধরেছি। জনগণের স্বার্থে এটি পুনর্বহাল হওয়া জরুরি।

জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা বলেন, “আমি এখানে এসেছি মানিকগঞ্জের সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে। ২০০১ সালের মতো মানিকগঞ্জে চার আসনের দাবি এখন সর্বস্তরের মানুষের অভিন্ন দাবি।

অন্যদিকে, মুন্সিগঞ্জের নাগরিক অধিকার আন্দোলনের প্রধান সমন্বয়ক রনি মল্লিক বলেন, বর্তমানে জেলায় তিনটি আসন রয়েছে। জনসংখ্যা ভৌগোলিক প্রেক্ষাপট বিবেচনায় পূর্বের মতো চারটি আসন পুনর্বহাল করার দাবি জানান তিনি। একই সঙ্গে প্রবাসীদের ভোটাধিকারের বিষয়টিও শুনানিতে তুলে ধরেন।

প্রতিনিধিদের মতে, মানিকগঞ্জ মুন্সিগঞ্জে চার আসন পুনর্বহাল হলে জনগণের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এবং উন্নয়ন কার্যক্রমও ত্বরান্বিত হবে।



banner close
banner close