রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

এডিসি সুমন রেজাকে ছুরিকাঘাত করা ছিনতাইকারী রিপন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৫ ১৪:০৩

আপডেট: ২৬ আগস্ট, ২০২৫ ১৪:০৬

শেয়ার

এডিসি সুমন রেজাকে ছুরিকাঘাত করা ছিনতাইকারী রিপন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে এডিসি মো. সুমন রেজাকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া ছিনতাইকারী রিপনকে গ্রেপ্তার করেছে।

সোমবার সন্ধ্যা আনুমানিক ৬টায় ডিবি-তেজগাঁও বিভাগের একটি দল বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত মো. রিপনকে গ্রেপ্তার করে।

ডিবি সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট সকাল আনুমানিক নয়টা ৪০ মিনিটে সোনারগাঁও ক্রসিং এলাকায় দায়িত্বরত এক পুলিশ সার্জেন্ট এক ছিনতাইকারীর হাতে ছুরি দেখতে পেয়ে তাকে আটকের চেষ্টা করেন। ওই সময় ছিনতাইকারী কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনের নিচ দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। ঠিক সেই সময় বঙ্গভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. সুমন রেজা ঘটনাস্থলে পৌঁছালে তিনিও ছিনতাইকারীকে ধরার চেষ্টা করেন।

পালাতে থাকা অবস্থায় ছিনতাইকারী রিপন তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে এডিসি রেজাকে আঘাত করে। এতে তার ডান হাতের মধ্যমাংশে গুরুতর ক্ষত হয়। পরে তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেয়া হয়। এই ঘটনায় তেজগাঁও থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

ডিবি জানায়, গ্রেফতার রিপনের বিরুদ্ধে তেজগাঁও থানায় আরও চারটি মামলা রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।



banner close
banner close