বাংলা দৈনিক খবরের কাগজ-এর ঘোষণাপত্র গ্রহণের ক্ষেত্রে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে প্রকাশক মোস্তাফা কামালকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রাফিউল আলম স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়েছে, ২০২৩ সালের ৪ জুলাই নিবন্ধিত ঘোষণার ভিত্তিতে দৈনিক “খবরের কাগজ” প্রকাশের অনুমোদন দেওয়া হয়। কিন্তু এ সংক্রান্ত অনুসন্ধান প্রতিবেদনের ক্ষেত্রে কোনো বৈধ নথি পাওয়া যায়নি। বরং পুলিশ স্পেশাল ব্রাঞ্চের বিশেষ পুলিশ সুপারের স্বাক্ষর, স্মারক নম্বর এবং ই-মেইল জালিয়াতির মাধ্যমে ভুয়া প্রতিবেদন তৈরি করে তা জমা দেওয়ার তথ্য পাওয়া গেছে।
এ পরিস্থিতিতে প্রকাশকের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নেওয়ার অভিযোগ আনা হয়েছে। কেন ঘোষণাপত্র বাতিল করা হবে না এবং কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে ৭ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে কারণ দর্শাতে বলা হয়েছে।
নোটিশের অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন:








