ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ১৩০ কোটি টাকা মূল্যের কোকেন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল।
সংস্থাটির উপপরিচালক সোনিয়া আক্তারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাতে দোহা থেকে ঢাকায় আসা কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এ অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ফ্লাইট অবতরণের পর সংশ্লিষ্ট যাত্রীর পরিচয় শনাক্ত করা হয়। পরে ইমিগ্রেশন সম্পন্নের পর তার ব্যাগেজ কাস্টমসের গ্রীন চ্যানেলে স্ক্যানিং করে তল্লাশি চালানো হয়। এ সময় তিনটি প্লাস্টিকের জার থেকে ২২টি ডিম্বাকৃতির ফয়েল মোড়ানো প্যাকেটে কোকেন উদ্ধার করা হয়।
কাস্টমস গোয়েন্দা বিভাগের তথ্যমতে, জব্দ করা কোকেনের ওজন ৮ দশমিক ৬৬ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।
অভিযানে বিমানবন্দর থানার পুলিশ সদস্যসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কোকেনসহ যাত্রীকে আটক করা হয়েছে। এ ঘটনায় ফৌজদারি ও কাস্টমস আইন অনুযায়ী আইনগত প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন:








