রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

শাহজালাল বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেন জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৫ ১২:০২

আপডেট: ২৬ আগস্ট, ২০২৫ ১২:০৪

শেয়ার

শাহজালাল বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেন জব্দ
উদ্ধার হওয়া কোকেন। ছবি : সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ১৩০ কোটি টাকা মূল্যের কোকেন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা তদন্ত সার্কেল।

সংস্থাটির উপপরিচালক সোনিয়া আক্তারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাতে দোহা থেকে ঢাকায় আসা কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অভিযান চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ফ্লাইট অবতরণের পর সংশ্লিষ্ট যাত্রীর পরিচয় শনাক্ত করা হয়। পরে ইমিগ্রেশন সম্পন্নের পর তার ব্যাগেজ কাস্টমসের গ্রীন চ্যানেলে স্ক্যানিং করে তল্লাশি চালানো হয়। সময় তিনটি প্লাস্টিকের জার থেকে ২২টি ডিম্বাকৃতির ফয়েল মোড়ানো প্যাকেটে কোকেন উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দা বিভাগের তথ্যমতে, জব্দ করা কোকেনের ওজন দশমিক ৬৬ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।

অভিযানে বিমানবন্দর থানার পুলিশ সদস্যসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কোকেনসহ যাত্রীকে আটক করা হয়েছে। ঘটনায় ফৌজদারি কাস্টমস আইন অনুযায়ী আইনগত প্রক্রিয়া চলছে।



banner close
banner close