রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিলেন কনটেন্ট ক্রিয়েটর স্বপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৫ ০৭:২৫

আপডেট: ২৬ আগস্ট, ২০২৫ ১৬:২১

শেয়ার

তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিলেন কনটেন্ট ক্রিয়েটর স্বপন
ছবি: সংগৃহীত

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন আরেক কনটেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ। লক্ষ্যে একজন দক্ষ অভিজ্ঞ আইনজীবী খুঁজছেন বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (২৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তথ্য জানান স্বপন আহমেদ। ভিডিও বার্তায় তিনি বলেন, “আমি মামলা করার কথা ভাবছি। একজন ভালো উকিল প্রয়োজন। এরা আমার জীবন থেকে এক বছর কেড়ে নিয়েছে। আমার কান্নায় এদের মন গলেনি তখন। আল্লাহ ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না।

এর আগের দিন, রোববার (২৪ আগস্ট) রাতে বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকায় সিআইডির একটি বিশেষ অভিযানে গ্রেপ্তার হন তৌহিদ আফ্রিদি। গ্রেপ্তারের পর রাতেই তাকে ঢাকায় নিয়ে আসে সিআইডি। পরদিন আদালতে তোলার পর তার দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে একাধিক কনটেন্ট ক্রিয়েটর নানা অনিয়ম অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ এনেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব বিষয়ে নিয়মিত স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন স্বপন আহমেদ। তিনি অভিযোগ করেন, আফ্রিদির কারণে তার ব্যক্তিগত মানসিক জীবনে চরম ক্ষতির সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ১৭ আগস্ট তৌহিদ আফ্রিদির বাবা এবং মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকেও গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ।

তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে সিআইডি ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। বিষয়টি নিয়ে দেশের কনটেন্ট ক্রিয়েটর কমিউনিটির মধ্যে ব্যাপক আলোচনা চলছে।



banner close
banner close