বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

জুলাই আন্দোলন: চিরতরে এক চোখ হারিয়েছে ৪৯৩ আন্দোলনকারী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৫ ১৫:৫৯

শেয়ার

জুলাই আন্দোলন: চিরতরে এক চোখ হারিয়েছে ৪৯৩ আন্দোলনকারী
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনে গুরুতর আহত হয়ে চক্ষু বিজ্ঞান হাসপাতালে ভর্তি হওয়া ৪৯৩ জন আন্দোলনকারী চিরতরে এক চোখ হারিয়েছে, ১১ জন আন্দোলনকারী দুই চোখ হারিয়েছে।

সোমবার শেখ হাসিনার মামলায় সাক্ষ্য দিতে এসে এমনটা জানালেন হাসপাতালের নারী চিকিৎসক।

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ অষ্টম দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে। আজ দুই জন চিকিৎসক, একজন জুলাই যোদ্ধাসহ ৫ জনের সাক্ষ্য দেয়ার কথা রয়েছে।

এক সাক্ষী বলেন, চক্ষু বিজ্ঞান হাসপাতালে আসা রোগীদের অধিকাংশের চোখ মেটালিক প্লেট দ্বারা আহত হয়েছেন। কেউ কেউ রিয়েল বুলেটে আহত হয়েছেন। এখন পর্যন্ত শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী মামুনের বিরুদ্ধে ১৯ জন সাক্ষী দিয়েছেন।

এসময় এজলাসে হাজির আছেন মামলার আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী মামুন। প্রত্যেক সাক্ষীকে রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী জেরা করেন।

গত বছরের ৪ আগস্ট ফার্মগেটে গুলিবিদ্ধ হয়ে নিহত গোলাম নাফিসহ তিন জন। ওই হত্যা মামলায় গ্রেপ্তার রমনা জোনের সাবেক এডিসি শচিন মৌলিককে ট্রাইব্যুনালে ২৮ আগস্ট হাজিরের নির্দেশ দেয়া হয়েছে।

আটকের এক রাত পরেই যেভাবে ছাড়া পেলেন বাহার ও সূচনাআটকের এক রাত পরেই যেভাবে ছাড়া পেলেন বাহার ও সূচনা

এছাড়া রামপুরা নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা ও ২ জনকে হত্যা মামলার বরখাস্ত পলাতক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পলাতক ৪ আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল-১।



banner close
banner close