সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

ঢাকায় গরম বাড়ার সঙ্গে থাকছে বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৫ ০৯:১৩

শেয়ার

ঢাকায় গরম বাড়ার সঙ্গে থাকছে বৃষ্টির সম্ভাবনা
গরম বাড়ার সঙ্গে থাকছে বৃষ্টির সম্ভাবনা

ঢাকা আশপাশের এলাকায় আজ (২৫ আগস্ট) গরম কিছুটা বাড়তে পারে, তবে একই সঙ্গে হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। সোমবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তথ্য জানিয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, দিনের প্রথম ভাগে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২. ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৬. ডিগ্রি সেলসিয়াস বাতাসের আর্দ্রতা ৮৯ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে কোনো সতর্কবার্তা বা সংকেত দেখানোর প্রয়োজন নেই।



banner close
banner close