সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

স্বাস্থ্যের খোঁজ নিতে জামায়াতের আমিরের বাসায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৫ ২০:০৩

শেয়ার

স্বাস্থ্যের খোঁজ নিতে জামায়াতের আমিরের বাসায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ নিতে তার বাসায় গেছেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পক্ষ থেকে আমিরের সুস্বাস্থ্য কামনা করে শুভেচ্ছা বিনিময় করেছেন।

রবিবার ইসহাক দার জামায়াতের আমিরের বাসভবন পরিদর্শনে যান। বিষয়টি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছে।

পোস্টে বলা হয়েছে, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসভবন পরিদর্শন করেছেন, যিনি হৃদরোগের অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী নিজের পক্ষ থেকে আমিরের সুস্বাস্থ্য ও সুস্থতা কামনা করেন।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী রাজনীতি, শিক্ষা এবং সমাজকল্যাণ ক্ষেত্রে আমিরের আজীবন ইতিবাচক অবদানের জন্যও প্রশংসা করেছেন।



banner close
banner close