সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

হত্যা মামলায় হাতিরঝিল থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৫ ১৯:১৩

শেয়ার

হত্যা মামলায় হাতিরঝিল থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
ছবি সংগৃহীত

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড নেতা মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে সিআইডি।

রোববার দুপুর ২টার দিকে সিআইডির ঢাকা মেট্রো-পূর্ব বিভাগের একটি বিশেষ টিম তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মিজানুর রহমান রামপুরা ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও স্থানীয় বাসিন্দা মো. ইদ্রিস আলীর ছেলে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, আন্দোলনের সময় রামপুরা, বনশ্রী ও হাতিরঝিলে নাশকতা ও সাংগঠনিক তৎপরতায় জড়িত ছিলেন মিজান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, গত জুলাই-আগস্ট আন্দোলনের সময় তিনি আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন কার্যক্রমে অংশ নেন।

হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আগামীকাল আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হবে বলে জানান সিআইডির এ কর্মকর্তা।



banner close
banner close