সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

ঢাকায় তৌহিদ-ইসহাক বৈঠক আজ, ভিসা সহযোগিতাসহ ছয় চুক্তির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৫ ০৯:০০

আপডেট: ২৪ আগস্ট, ২০২৫ ১০:৫৪

শেয়ার

ঢাকায় তৌহিদ-ইসহাক বৈঠক আজ, ভিসা সহযোগিতাসহ ছয় চুক্তির সম্ভাবনা
ছবি: সংগৃহীত

ঢাকা সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন রবিবার দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন। প্রায় দেড় দশক পর উচ্চ পর্যায়ের এই বৈঠকে দুই দেশের সম্পর্ক উন্নয়নে জোর দেয়া হবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

প্রথমে একান্ত এবং পরে প্রতিনিধি পর্যায়ে আলোচনা হবে। বৈঠক শেষে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপসহ অন্তত পাঁচ থেকে ছয়টি সমঝোতা স্মারক (এমওইউ) ও চুক্তি সই হতে পারে। আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, সংস্কৃতি বিনিময় এবং দুই দেশের ফরেন সার্ভিস একাডেমি ও বার্তা সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা বিষয়েও অগ্রগতি আশা করা হচ্ছে।

বাংলাদেশ পক্ষ থেকে বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থে সম্পর্ক এগিয়ে নেয়ার ওপর গুরুত্ব দেয়া হবে। তবে ১৯৭১ সালের গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা, আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন এবং অবিভক্ত সম্পদের ন্যায্য হিস্যার মতো অমীমাংসিত ইস্যুগুলো সম্পর্ক স্বাভাবিককরণে বাধা হয়ে আছে।

ইসহাক দারের সফরের অংশ হিসেবে রবিবার বিকেলে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরের প্রথম দিনেই তিনি বিএনপি, জামায়াতে ইসলামি ও এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।

দুই দেশের সম্পর্ক সম্প্রতি দৃশ্যমান অগ্রগতি পেয়েছে। এর মধ্যে রয়েছে সরাসরি পণ্যবাহী জাহাজ চলাচল, ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং ভিসা ফি মওকুফ। ভবিষ্যতে বিমান চলাচল শুরু করার উদ্যোগও রয়েছে।

কূটনৈতিক মহলের মতে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী। তবে ঢাকা মনে করে, ঐতিহাসিক বিষয়গুলোর সমাধান না হলে টেকসই সম্পর্ক গড়া কঠিন।



banner close
banner close