ঢাকার শেরেবাংলা নগর এলাকায় মধ্যরাতে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ও একটি মাদক পরিবহনকারী গাড়িসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগ।
গ্রেপ্তারকৃতরা হলো- মো. সোহাগ, মো. জুয়েল মিয়া, মো. নোমান মিয়া এবং মো. বেলাল হোসেন।
ডিবি সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে শেরেবাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে অভিযান চালানো হয়। পূর্ব থেকে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অবস্থান নেয় ডিবি-উত্তরার একটি চৌকস দল। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, যাত্রাবাড়ী থেকে একটি টয়োটা নোয়া গাড়িতে গাঁজা বহন করে শ্যামলীর দিকে আসছে মাদক ব্যবসায়ীরা।
পরিকল্পনা অনুযায়ী, গাড়িটি চক্ষু ইনস্টিটিউটের সামনে পৌঁছালে ডিবি সদস্যরা সেটিকে থামিয়ে তল্লাশি চালান। গাড়ির ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজা এবং টয়োটা ডিএক্স মডেলের গাড়িটি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ থেকে মাদক সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিবি।
আরও পড়ুন:








