সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

টানা ৫ দিনের বৃষ্টির আভাস, সন্ধ্যার মধ্যে ৯ জেলায় ঝড় সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৫ ১৩:২৪

শেয়ার

টানা ৫ দিনের বৃষ্টির আভাস, সন্ধ্যার মধ্যে ৯ জেলায় ঝড় সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
টানা ৫ দিনের বৃষ্টির আভাস

বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচ দিন বৃষ্টি বজ্রবৃষ্টি হতে পারে।

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

ছাড়া দেশের সব সমুদ্রবন্দরকে নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

২৪ ঘণ্টার পূর্বাভাস শনিবার সকাল ৯টা থেকে:

রংপুর, খুলনা, বরিশাল চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। রংপুর, খুলনা, বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

রোববার ২৪ আগস্ট:

রংপুর, খুলনা, বরিশাল চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে।

সোমবার ২৫ আগস্ট:

রংপুর, রাজশাহী, ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। দিন রাতের তাপমাত্রা সামান্য বাড়বে।

মঙ্গলবার ২৬ আগস্ট:

রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বুধবার ২৭ আগস্ট:

সিলেট চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা বরিশাল বিভাগের কিছু এলাকায় বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। দিন রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।



banner close
banner close