কক্সবাজারে শুরু হতে যাচ্ছে রোহিঙ্গা সংকট নিয়ে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। যেখানে অংশ নিতে আগামী ২৫ আগস্ট কক্সবাজার সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি জানান, ২৪, ২৫ ও ২৬ আগস্ট কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে রোহিঙ্গা বিষয়ে প্রথম আন্তর্জাতিক সম্মেলন। সরকার রোহিঙ্গা ইস্যুটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে এবং আন্তর্জাতিক মহলে বিষয়টি নতুন করে তুলে ধরার অংশ হিসেবে তিনটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।
প্রেস সচিব আরও জানান, প্রথম সম্মেলন শুরু হচ্ছে ২৪ আগস্ট কক্সবাজারে। এরপর আগামী ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সবচেয়ে বড় সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে বিশ্বের প্রায় ১৭০টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। তৃতীয় সম্মেলনটি অনুষ্ঠিত হবে কাতারের দোহায়।
কক্সবাজার সম্মেলন সম্পর্কে তিনি বলেন, ‘রোহিঙ্গারা যে মানবিক সংকটে রয়েছেন, তাদের কণ্ঠ আন্তর্জাতিক পরিমণ্ডলে পৌঁছানো অত্যন্ত চ্যালেঞ্জিং। এই লক্ষ্যেই কক্সবাজারের সম্মেলনে প্রায় ৪০টি দেশের প্রতিনিধি ও বিভিন্ন আন্তর্জাতিক ও জাতিসংঘের সংস্থা অংশ নিচ্ছে। রোহিঙ্গা জনগোষ্ঠী সেখানে সরাসরি তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরতে পারবেন।’
উল্লেখ্য, প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস ২৫ আগস্ট কক্সবাজারে পৌঁছাবেন এবং ২৬ আগস্ট পর্যন্ত চলমান সম্মেলনের বিভিন্ন সেশনে অংশ নেবেন।
আরও পড়ুন:








