রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

মিরপুরে ট্রাফিক পুলিশের ধারাবাহিক অভিযান: উল্টো পথে চলাচল ঠেকাতে কঠোর ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৫ ১১:২১

শেয়ার

মিরপুরে ট্রাফিক পুলিশের ধারাবাহিক অভিযান: উল্টো পথে চলাচল ঠেকাতে কঠোর ব্যবস্থা
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বরে যানজট ও বিশৃঙ্খলা কমাতে ট্রাফিক পুলিশ নিয়মিতভাবে বিশেষ অভিযান চালাচ্ছে। বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া অভিযানে পল্লবী ট্রাফিক জোনের নেতৃত্বে এক ঘণ্টার মধ্যে ২০টি অটোরিকশা উল্টো পথে চলার দায়ে ডাম্পিংয়ে পাঠানো হয়।

ট্রাফিক কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে মিরপুর-১০ এলাকায় যানজটের অন্যতম কারণ হচ্ছে রিকশা ও অটোরিকশার উল্টো পথে চলাচল এবং যেখানে সেখানে যাত্রী ওঠানামা। এমন অনিয়মে শুধু যানজটই বাড়ে না, পথচারীদের জন্য তৈরি হয় ঝুঁকিপূর্ণ পরিস্থিতি।

সার্জেন্টদের সঙ্গে কথা বলে জানা যায়, একাধিকবার সতর্ক করার পরও অনেক চালক নিয়ম মানছেন না। ফলে বাধ্য হয়েই কড়া পদক্ষেপ নেয়া হয়েছে। অভিযানে দেখা যায়, অনেক যাত্রীকেও গন্তব্যে পৌঁছাতে রিকশা থেকে মাঝপথে নামতে হয়। কেউ কেউ বিরক্ত হলেও, বেশিরভাগই পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

অন্যদিকে, কিছু রিকশাচালক যাত্রীদের চাপের কারণ দেখালেও ট্রাফিক বিভাগ বলছে, চালকরাই শেষ পর্যন্ত দায়ী।

ট্রাফিক ইন্সপেক্টর মো. আকতার হোসেন জানান, এ অভিযান প্রতিদিন চালানো হচ্ছে এবং শৃঙ্খলা ফিরিয়ে আনা না পর্যন্ত অব্যাহত থাকবে। তিনি বলেন, ‘আমরা সকাল ও বিকেলে দুই শিফটে অভিযান পরিচালনা করছি। নিয়ম না মানা যানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।’

এ ছাড়া ট্রাফিক সহায়তাকারী রাকসেল রহমান জানান, তারা ১৪ জন সদস্য নিয়ে দুই শিফটে দায়িত্ব পালন করছেন এবং যানজট ও অনিয়ম রোধে সর্বোচ্চ চেষ্টা করছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ ধারাবাহিকভাবে চললে মিরপুর ১০ এলাকায় যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরে আসবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে।



banner close
banner close