রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে বিল্লাল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৫ ১১:১২

আপডেট: ১৯ আগস্ট, ২০২৫ ১১:৫১

শেয়ার

মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে বিল্লাল গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

সাতটি ওয়ারেন্ট ও ছয়টি মামলার এজাহারনামীয় আসামি মোহাম্মদপুর এলাকার কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে বিল্লালকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, দীর্ঘদিন ধরে পলাতক থাকা ভাগ্নে বিল্লালকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে সাতটি ওয়ারেন্ট এবং ছয়টি মামলার অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, বিল্লাল দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, জমি দখল ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলো। তার বিরুদ্ধে একাধিক হত্যা ও অস্ত্র আইনের মামলাও রয়েছে।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

আসামি ভাগ্নে বিল্লালের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তালেবুর রহমান।



banner close
banner close