রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

ধানমণ্ডি ৩২ থেকে ধৃত জনৈক রিকশাচালককে হত্যা মামলার আসামি করা হয়নি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৫ ১৩:০৫

শেয়ার

ধানমণ্ডি ৩২ থেকে ধৃত জনৈক রিকশাচালককে হত্যা মামলার আসামি করা হয়নি
ছবি: সংগৃহীত

১৫ আগস্ট ২০২৫, ধানমণ্ডি ৩২ এলাকা হতে মো. আজিজুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে ধানমণ্ডি থানার এপ্রিল মাসে রুজুকৃত একটি মামলায় সন্দিগ্ধ আসামী হিসেবে ১৬ আগস্ট তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে মো. আজিজুর রহমানের গ্রেফতার ও মামলা নিয়ে অহেতুক ভুল তথ্য ছড়ানো হচ্ছে যা ঢাকা মেট্রোপলিটন পুলিশের দৃষ্টিগোচর হয়েছে।

প্রকৃতপক্ষে ধৃত মো. আজিজুর রহমানকে যে মামলায় সন্দিগ্ধ আাসামি হিসেবে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে তা পেনাল কোডের একটি নিয়মিত মামলা। কিন্তু অনেকেই বিষয়টিকে হত্যা মামলা হিসেবে প্রচার করছেন, যা সর্বৈব মিথ্যা ও উদ্দেশ্যমূলক।

এমতাবস্থায়, বর্ণিত বিষয়ে কোনরকম বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হলো।



banner close
banner close