সাভারে অনুষ্ঠিত হয়ে গেল জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শনিবার বিকেলে সাভার পৌরসভার জামসিং শুকুরজান-জিন্নত আলী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভা মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম।
খেলায় 'টুর্নামেন্ট স্কয়ার' কে ২–১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে 'জামসিং সেভেন স্টার'।
শুকুরজান-জিন্নত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতি আক্কাস দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান চম্পক, শুকুরজান-জিন্নত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশের আলী, বিশিষ্ট সমাজসেবক আবুল বাশার ও আনোয়ার হোসেনসহ আরো অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন মোঃ খোরশেদ আলম বলেন, এ টুর্নামেন্টের অন্যতম উদ্দেশ্য হলো জুলাই শহীদদের স্মৃতি ধারণ ও জুলাইয়ের চেতনা তরুণ প্রজন্মের মাঝে জাগ্রত রাখা। এছাড়া মাদকের অভিশাপ থেকে যুবকদের দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই ভবিষ্যতে আরও জাঁকজমকভাবে ফুটবলসহ বিভিন্ন খেলার আয়োজন করতে আহ্বান জানিয়েছেন লায়ন খোরশেদ আলম। সেই সাথে আয়োজকদের সার্বিক সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
আরও পড়ুন:








