রাজধানীর তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার ও এর আশপাশ এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে পেশাদার ছিনতাইকারী, চোর, মাদকসেবী, ডাকাত ও অন্যান্য অপরাধে জড়িত মোট ৩০ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও থানা।
মঙ্গলবার বিশেষ এই অভিযান পরিচালিত হয় তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান এর নির্দেশনায়, তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং তেজগাঁও থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে।
গ্রেপ্তারকৃতরা হলো- মো. জনি, মো. লিটন, মো. শরীফ মোল্লা, মো. জামাল, মো. মনির, মো. সোহাগ মিয়া, মো. নাজমুল, মো. সাকিব, মো. রায়মন, মো. আব্দুর রহমান, মো. সোহেল হোসেন, মো. তুহিন, মো. মেহেদি হাসান, মো. আরিফ গাজী, মো. আকাশ, মো. খায়রুল, মো. রুবেল, মো. মুহিন, মো. মিঠু, মো. নাইম ইসলাম, মো. নাজমুল হোসেন, মো. জনি ইসলাম, মো. সুমন, মো. মামুন হাসান, মো. রিপন, মো. সুজন, মো. ফারুক, সুবেল মিয়া, শুভ কুমার দাশ এবং সোহান গাজী।
তেজগাঁও থানার পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ সাঁড়াশি অভিযান চালানো হয়। সম্প্রতি ছিনতাই, চুরি, মাদক সেবন ও বিক্রি, সন্ত্রাসী কার্যক্রম বেড়ে যাওয়ায়, তেজগাঁও বিভাগের একাধিক ইউনিট যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে বেশ কয়েকজন পেশাদার অপরাধী হিসেবে চিহ্নিত, যাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের কাছ থেকে কিছু ধারালো অস্ত্র, ছিনতাইকৃত মোবাইল ফোন, মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন:








