রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

পিআইএল ডিপ্লোমায় বাংলাদেশের গর্বিত প্রতিনিধি মারূফ আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৫ ১৬:০৩

শেয়ার

পিআইএল ডিপ্লোমায় বাংলাদেশের গর্বিত প্রতিনিধি মারূফ আব্দুল্লাহ
ছবি: সংগৃহীত

আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত পুলিশ প্রশিক্ষণ প্রোগ্রামে পুলিশ ইনোভেইশন অ্যান্ড লিডারশিপ (পিআইএল) ডিপ্লোমাতে অংশ নিয়ে দেশের মুখ উজ্জ্বল করেছেন পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) মারূফ আব্দুল্লাহ্।

এই প্রোগ্রামের দ্বিতীয় সংস্করণে ৩৮টি দেশের ৫৪ জন পুলিশ কর্মকর্তার সঙ্গে তিনি মনোনীত হয়েছেন। এ ছাড়া পুলিশের আধুনিক কৌশল, ডিজিটাল রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তা, ফরেনসিক ব্লকচেইন প্রযুক্তির ব্যবহার ও ঝুঁকি ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।

এসপি মারূফ বলেন, ‘এটি শুধু একটি প্রশিক্ষণ ছিলো না, এটি একটি জীবন পরিবর্তনের অভিজ্ঞতা। আমি এমন জ্ঞান অর্জন করেছি, যা সরাসরি বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষ করে সাইবার অপরাধ ও আর্থিক জালিয়াতি দমনে প্রয়োগ করা যাবে।’

তার ফাইনাল প্রজেক্ট ছিল ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত অপরাধের ঝুঁকি নিয়ে জনসচেতনতা, প্রযুক্তি বিষয়ে জনবান্ধব উপস্থাপনা ও দক্ষতা বাড়ানোর সহায়তা।

ডিপ্লোমাটি রচেস্টার ইনস্টিটিউট অব টেকনোলজি (আরআইটি) দুবাইয়ের সহযোগিতায় পরিচালিত হয় এই প্রশিক্ষণ। এতে নেতৃত্ব গঠন, মানসিক সুস্থতা ও ভারসাম্যপূর্ণ কর্মজীবনের গুরুত্ব নিয়ে বিশেষ সেশন অন্তর্ভুক্ত ছিল।

আমিরাত সরকার ও দুবাই পুলিশকে কৃতজ্ঞতা জানিয়ে পুলিশ কর্মকর্তা মারূফ বলেন, ‘পিআইএলের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অনুপ্রেরণা বাংলাদেশে একটি ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি করবে। দুবাই পুলিশ শুধু নিজেদের ভবিষ্যতকেই নিরাপদ করছে না, বিশ্বজুড়ে অন্য বাহিনীগুলোকেও অনুপ্রাণিত করছে।’



banner close
banner close