রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে ১১০০ ধারালো অস্ত্র উদ্ধারসহ আটক ৯

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৫ ০৬:০৫

আপডেট: ১০ আগস্ট, ২০২৫ ০৬:৫৩

শেয়ার

রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে ১১০০ ধারালো অস্ত্র উদ্ধারসহ আটক ৯
ছবি: সংগৃহীত

রাজধানীর নিউ মার্কেট এলাকার বিভিন্ন দোকান গুদাম থেকে প্রায় হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার ( আগস্ট) সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আর্মি ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সম্প্রতি কিশোর গ্যাং ছিনতাইকারীদের মধ্যে এসব অস্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ায় এই অভিযান চালানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বেশ কিছুদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ছিনতাইকারী কিশোর গ্যাংদের উৎপাত বেড়েছে। গ্রেপ্তারকৃত অনেক অপরাধীর কাছ থেকে এক ধরনের ধারালো 'সামুরাই' ছুরি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের সময় কয়েকজন সন্ত্রাসী স্বীকার করে যে তারা নির্দিষ্ট কিছু স্থান থেকে এসব অস্ত্র কেনা ভাড়া নিত। এই তথ্যের ভিত্তিতে গোয়েন্দারা নিউ মার্কেট এলাকায় অভিযান চালান।

অভিযানে উদ্ধার করা অস্ত্রের মধ্যে এমন অনেক ধারালো অস্ত্র রয়েছে, যেগুলোর কোনো গৃহস্থালি ব্যবহার নেই এবং এগুলো দিয়ে একাধিক হত্যা, ছিনতাই চাঁদাবাজির ঘটনা ঘটেছে। যেসব দোকান থেকে এই অস্ত্র উদ্ধার হয়েছে, সেসব দোকানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। ব্যবসায়ীদের সঙ্গে অপরাধীদের কোনো যোগসাজশ আছে কিনা, তা তদন্ত করে দেখা হবে।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানানো হয়, তারা যেন ধরনের ধারালো অস্ত্র বিক্রি করা থেকে বিরত থাকেন। জনগণের প্রতিও আহ্বান জানানো হয়, তাদের আশেপাশে এমন অবৈধ ব্যবসা হলে তা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে। বাংলাদেশ সেনাবাহিনী দৃঢ়ভাবে জানিয়েছে, তারা দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সজাগ রয়েছে এবং সবার সহযোগিতায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধ করা সম্ভব হবে।



banner close
banner close