রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

রাজধানী থেকে ৩৯০ বোতল বিদেশি মদ ও গাড়িসহ দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৫ ১৭:১৯

শেয়ার

রাজধানী থেকে ৩৯০ বোতল বিদেশি মদ ও গাড়িসহ দুইজন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

৩৯০ বোতল বিদেশি মদ ও গাড়িসহ দুইজনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, আব্দুল কুদ্দুস আলী ও জাহিদ বালি ওরফে অপু

শনিবার মধ্যরাতে গুলশান-২ এর ১১১ নম্বর সড়কে অভিযান পরিচালনা করে এসব বিদেশি মদ ও গাড়ি জব্দ করে।

গুলশান থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে থানার একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে গুলশান-২ এর ১০৮ নম্বর সড়কের একটি বাসা হতে বিপুল পরিমাণ বিদেশি মদের চালান নিয়ে যাচ্ছে। রাত আনুমানিক সোয়া তিন ঘটিকার সময় একটি প্রাইভেটকার ও একটি জিপকে সিগন্যাল দিলে এ সময় প্রাইভেটকারটি পুলিশের সিগন্যাল অমান্য করে কৌশলে পালিয়ে গেলেও পুলিশ ১১১ নম্বর সড়কে জিপটি থামাতে সক্ষম হয়।

পরবর্তীতে উক্ত জিপগাড়ি তল্লাশি করে গাড়ির ব্যাকডালা এবং সিটের নিচে বিশেষ কায়দায় রক্ষিত ৫৮টি কার্টুনে বিভিন্ন ব্র্যান্ডের ৩৯০ বোতল বিদেশি মদসহ উক্ত গাড়িতে থাকা কুদ্দুস ও অপুকে গ্রেপ্তার করে। এ ছাড়া অবৈধ মাদক পরিবহনে ব্যবহৃত জিপ গাড়িটি ও জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুইজনসহ পলাতক কয়েকজনের বিরুদ্ধে গুলশান থানায় একটি নিয়মিত মামলার করা হয়েছে।



banner close
banner close