রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

ইলিয়াসের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি; ৭১ টিভির পারভেজ চাকরিচ্যুত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৫ ১৩:৫৩

আপডেট: ৯ আগস্ট, ২০২৫ ১৪:১৫

শেয়ার

ইলিয়াসের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি; ৭১ টিভির পারভেজ চাকরিচ্যুত
কোলাজ: বাংলা এডিশন

সাংবাদিক ইলিয়াস হোসাইনের নাম ভাঙ্গিয়ে ৭১ টেলিভিশনের ভিডিও এডিটর এম এইচ খান পারভেজের চাঁদাবাজির একটি সংবাদ প্রচার করেছে বাংলা এডিশন। শুক্রবার, বাংলা এডিশনের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে ওই সংবাদ প্রচারের পর পারভেজকে চাকরিচ্যুত করেছে ৭১ টিভি কর্তৃপক্ষ।

সস্প্রতি, পারভেজ সাংবাদিক ইলিয়াস হোসাইনের নাম ব্যবহার করে টাকা চাঁদা দাবি করেছেন তারই এক সাবেক নারী সহকর্মীর কাছে। টাকা না দিলে অপতথ্য ব্যবহার করে প্রচার করা হবে প্রতিবেদন, এমন হুমকিও দেন ৭১ টিভির সাবেক সাংবাদিককে।

ইলিয়াস হোসাইন ছাড়াও, জনপ্রিয় সাংবাদিক পিনাকী ভট্টাচার্য, ড. কনক সরওয়ার এবং বিএনপি নেতাদের নাম ব্যবহার করে চাঁদা দাবি করেছেন পারভেজ। প্রমাণসহ, পারভেজের এসব অপকর্ম তুলে ধরা হয়েছে বাংলা এডিশনে প্রচারিত সংবাদে।

এ ছাড়া, একাত্তর টিভির সাবেক ওই নারী সাংবাদিক বাদে অনেকের থেকেই ইলিয়াস, পিনাকী এবং কনকের নাম ব্যবহার করে চাঁদা চেয়েছেন পারভেজ। যার কোন ঘটনার সাথেই ইলিয়াসসহ কারো কোন প্রকার সম্পৃক্ততা নেই।

একাত্তরে শুরু থেকেই যুক্ত আছেন এমন আরেক নারী সাংবাদিক পারভেজের বিরুদ্ধে যৌন হয়রানীর লিখিত অভিযোগ করেন এ বছর মার্চ মাসে। ওই ঘটনায়, পারভেজ লিখিতভাবে ক্ষমা চেয়েছিলেন।

অন্যদিকে, ২৪-এর গণঅভ্যুত্থানের পর ৭১ টেলিভিশনের বার্তা প্রধান এবং প্রধান অপারেটিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেন শফিকুল আহমেদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে শফিকের সাথে নিজের ছবি পোস্ট করে নিজেকে তার ‘ডান হাত’ দাবি করা পারভেজ অফিসেও খাটাতেন প্রভাব। অভিযোগ আছে, চাঁদাবাজি, যৌন হয়রানিসহ পারভেজের নানা অপকর্মের প্রশ্রয় দিয়েছেন শফিক। তবে, শফিকের সাথে যোগাযোগ করা হলে বিষয়টি অস্বীকার করেন তিনি।

এসবের বিস্তারিত নিয়ে, বাংলা এডিশনে সংবাদ প্রচারের পরই পারভেজের বিরুদ্ধে ব্যবস্থা নিলো ৭১ কর্তৃপক্ষ।

উল্লেখ্য, সাংবাদিক ইলিয়াস হোসাইনের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগ স্বীকার করেছেন পারভেজ। এসবের বিস্তারিত তুলে ধরা হয়েছে, বাংলা এডিশনে প্রচারিত ভিডিও সংবাদে।

সাংবাদিক ইলিয়াস হোসাইন এবং বাংলা এডিশনের নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজি করলে ০১৭৮৫৪৭৬৫৮৩ মোবাইল নাম্বারে যোগাযোগের অনুরোধ করেছে কর্তৃপক্ষ।

বিস্তারিত: https://www.youtube.com/watch?v=VZZjolP8vtA



banner close
banner close