মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

ডিএসসিসির ৩ হাজার ৮৪১ কোটি টাকার বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৫ ০৮:৪৬

শেয়ার

ডিএসসিসির ৩ হাজার ৮৪১ কোটি টাকার বাজেট ঘোষণা
ছবি: যুগান্তর

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ২০২৫-২৬ অর্থবছরের জন্য হাজার ৮৪১ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে।

বুধবার নগর ভবন অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে প্রশাসক মো. শাহজাহান মিয়া এই ঘোষণা করেন।

সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মুহাম্মদ শফিকুল ইসলামসহ বিভাগীয় প্রধানগণ।

ডিএসসিসি পরিচালনা কমিটির ৭ম (সপ্তম) কর্পোরেশন সভায় ২০২৫-২৬ অর্থবছরের হাজার ৮৪১ কোটি ৩৮ কোটি টাকার বাজেট অনুমোদিত হয়। বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় হাজার ৩২০ কোটি ৪৩ লাখ টাকা। আর পরিচালন ব্যয় ৬৩৫ কোটি ৩৩ লাখ টাকা, ডিএসসিসির নিজস্ব অর্থায়নে উন্নয়ন ব্যয় ৮৭৬ কোটি ৬৪ লাখ টাকা এবং মোট ডিএসসিসি, সরকারি বৈদেশিক সহায়তায় উন্নয়ন ব্যয় বাবদ ১।হাজার ৪৬৯ কোটি ২৪ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়।

বাজেটের প্রধান খাতসমূহের মধ্যে সড়ক ট্রাফিক অবকাঠামো খাতে ৩৬৫ কোটি ১১ কোটি, খাল উন্নয়ন জলাবদ্ধতা নিরসন খাতে ১১৫ কোটি টাকা, নগরীর বর্জ্য ব্যবস্থাপনা খাতে ৫৭ কোটি ২০ কোটি টাকা, মশক নিয়ন্ত্রণ স্বাস্থ্য খাতে ৫৭ কোটি ৪৪ কোটি টাকা, বৃক্ষরোপন পরিবেশ উন্নয়ন খাতে কোটি ২৬ লাখ টাকা এবং কল্যাণমূলক খাতে ১৩ কোটি ৩৯ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে।

বাজেট বক্তৃতায় ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাজেট কেবল গাণিতিক সংখ্যা নয়। এটি আমাদের কাছে সম্মানিত করদাতাদের আমানত।উচ্চাভিলাষী বড় অঙ্কের বাজেট প্রণয়ন না করে বাস্তবায়নযোগ্য যৌক্তিক বাজেট প্রণয়ন করা হয়েছে। নগরবাসীর অতিরিক্ত করারোপ বা কর হার বৃদ্ধি না করে ক্ষেত্রমত বিভিন্ন অপ্রয়োজনীয় ব্যয় সংকোচন করা হয়েছে।



banner close
banner close