মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

বিন্যান্সের মাধ্যমে ডলার কেনার নামে প্রতারণা, কোটি টাকার জাল নোটসহ গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৫ ২১:৫৫

আপডেট: ৬ আগস্ট, ২০২৫ ২১:৫৯

শেয়ার

বিন্যান্সের মাধ্যমে ডলার কেনার নামে প্রতারণা, কোটি টাকার জাল নোটসহ গ্রেপ্তার দুই
ছবি সংগৃহীত

ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম বিন্যান্স (Binance)-এর মাধ্যমে ডলার কেনার নামে প্রতারণার অভিযোগে রাজধানীর গুলশান এলাকা থেকে এক কোটি টাকার বেশি জালনোটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাঁদের কাছ থেকে মোট এক কোটি ৩৫ লাখ ৭৮ হাজার টাকার জালনোট, ২২ হাজার টাকার নগদ অর্থ ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেনরুবেল আহম্মদ এবং তাপস বাড়ৈ। গুলশান থানা পুলিশ জানায়, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে গুলশান-২ এলাকায় অভিযান চালিয়ে প্রথমে ২৬ লাখ টাকার জালনোটসহ রুবেলকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

রুবেলের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ প্রথমে মিরপুর এবং পরে রাত নয়টার দিকে গুলশান-২ এর একটি আবাসিক হোটেলে অভিযান চালায়। সেখানকার একটি কক্ষ থেকে ৮৯ লাখ ৯২ হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়। একই হোটেল থেকে তাপস বাড়ৈকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকেও ১৯ লাখ ৯৬ হাজার টাকার জালনোট পাওয়া যায়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ভাষ্য, ‘এই চক্রটি দীর্ঘদিন ধরে জাল টাকা ব্যবহার করে ক্রিপ্টো প্ল্যাটফর্মে লেনদেনের চেষ্টা করছিল। তারা প্রতারণামূলকভাবে ডলার কেনার জন্য বিন্যান্স ব্যবহার করছিল।’

ঘটনার সঙ্গে জড়িত আরও পলাতক দুইজনসহ অজ্ঞাতনামা তিনচার জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে গুলশান থানায় একটি মামলা হয়েছে। চক্রটির মূল উৎস ও পলাতকদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।



banner close
banner close