মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ০ পৌষ, ১৪৩২

এগারো মামলার আসামি সাদ্দাম গ্রেপ্তার: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৫ ১৮:২১

শেয়ার

এগারো মামলার আসামি সাদ্দাম গ্রেপ্তার: ডিএমপি
ছবি সংগৃহীত

রাজধানীর সবুজবাগ থেকে হেরোইনসহ এগারো মাদক মামলার আসামি সাদ্দাম কে গ্রেপ্তার করেছে ডিএমপির সবুজবাগ থানা পুলিশ। বুধবার সকাল আনুমানিক ৮:৪৫ এ সবুজবাগ থানাধীন বাসাবো এলাকা অভিযান পরিচালনা করে হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়।

সবুজবাগ থানা সূত্রে জানা যায়, বুধবার সকালে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় থানার টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পায়, ‘বাসাবো এলাকার নাভানা সিলভার ডেল এর সামনে একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রির জন্য অবস্থান করছে।’

উক্ত সংবাদের ভিত্তিতে অভিযানে সাদ্দামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তার দেহ তল্লাশী করে ২৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। এ ঘটনায় গ্রেপ্তারকৃত সাদ্দামের বিরুদ্ধে সবুজবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।

রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেপ্তারকৃত সাদ্দাম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে রাজধানীর মুগদা থানায় নয়টি ও সবুজবাগ থানায় দুইটি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।



banner close
banner close